সৈয়দ আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধি:- পহেলা জুন বিশ্ব দুগ্ধ দিবস পালন উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুধের অপার শক্তিতে , মেতে উঠি একসাথে প্রতিপাদ্যকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান পিপিএম, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-পরিচালক কৃত্রিম প্রজনন কেন্দ্র ডাঃ মোঃ আব্দুস ছামাদ।