নিজস্ব প্রতিবেদকঃ- ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তর ও ভালুকা উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ডুবালিয়াপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে অবৈধ সিসা তৈরির কারখানার কার্যক্রম বন্ধ করা ও ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম।
১। ওয়াংসিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড– ২ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় এবং পরিবেশগত ছাড়পত্রের সকল শর্ত বাস্তবায়নের নির্দেশনা প্রদান।
২। ওয়াংসিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড (EXT)– ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় এবং কারখানা সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালতে ভালুকা থানার একদল পুলিশ সদস্য ও আনসার সদস্যগণ নিরাপত্তা প্রদানের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
এসময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা শাখার কর্মকর্তারা জানান জনস্বার্থে পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।