আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ ২০২৪-২০২৫ খ্রিঃ এর অর্থ বছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় বাস্তবায়িত ভূট্রা চাষ প্রদর্শনীর কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। প্রযুক্তিঃ হাইব্রিড ভূট্রা চাষ প্রদর্শনী, ফসলঃ জাত ভূট্রা ( মহাবীর)।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কামারখন্দ, সিরাজগঞ্জের আয়োজনে,সোমবার (২জুন-২০২৫ খ্রিঃ)কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নে মধ্য ভদ্রঘাট তালুকদার বাজার এলাকায় মাঠেতে উক্ত কৃষক মাঠ দিবস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া, বগুড়া অঞ্চল কার্যালয়ের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কামারখন্দ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন চন্দ্র বর্মন।
এ ছাড়াও অনুষ্ঠানে কামারখন্দ উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার তাসলিম হাসান, এসএপিপিও আমিনুল ইসলাম মল্লিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, ভদ্রঘাট ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্যে প্রদান করেন, মধ্য ভদ্রঘাট ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মুকুল হোসেন। উক্ত কৃষকের মাঠ দিবস অনুষ্ঠানে, অত্র এলাকার প্রায় শতাধিক কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা -হাইব্রিড ভূট্টা চাষাবাদের গুরুত্বসহ আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের বিভিন্ন প্রযুক্তি এবং এ সকল প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।