নিজস্ব প্রতিবেদক : আমেরিকা প্রবাসী রাসেল হোসাইনের বিরুদ্ধে একটি মারামারির মামলা থেকে নাম প্রত্যাহারের কথা বলে রাসেলের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার গোলাম রাব্বির কাছে ৫ লাখ টাকা ঘুষ দাবী করেছেন নাটোর জেলার গুরুদাসপুর থানার এসআই আবু জাফর মৃধা। এ বিষয়ে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। ক্যামেরার সামনে কথা না বললেও দ্রুত প্রয়োজনীয় প্রদক্ষেপ নেবার আশ্বাস দিয়েছেন নাটোর জেলা পুলিশ সুপার।
নাটোরের গুরুদাসপুরের বাসিন্দা ব্যবসায়ী রাসেল হোসাইন দীর্ঘ ১৫ বছর ধরে আমেরিকা প্রবাসী। আমেরিকায় ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি নিজ এলাকায় রয়েছে দুইটা ব্যবসা প্রতিষ্ঠান। গত ১৬ মে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের এক মারামারির মামলায় তাকে প্রধান আসামী করে থানায় একটি মামলা করেন স্থানীয় ইটভাটা ব্যবসায়ী ফরিদ মোল্লা। যার তদন্তভার পায় গুরুদাসপুর থানার এসআই আবু জাফর মৃধা। এরপরও নানা অপতৎপরতা শুরু করেন সেই এসআই। মামলা থেকে রাসেলের নাম প্রত্যাহারের শর্তে তার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারের কাছে ৫ লাখ টাকা ঘুষ দাবী করেন তিনি।
তবে এসআই ঘুস দাবি অস্বীকার করেছেন ।
সঠিক তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা প্রত্যাহার সহ বাসিন্দা, ঘুষ দাবি করার ঘটনায় উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের লোকজন ও এলাকাবাসী।
এবিষয়ে নাটোর জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও, বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।