মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের খিলগাঁও উত্তর থানার সহযোগী সংগঠন পাঞ্জেরী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ ও সংগঠক মরহুম ইঞ্জিনিয়ার জাহিদুল হাসান ভূঁইয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, দ্বীন কায়েমের প্রত্যয়দীপ্ত শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্মানিত আমীর মজলুম জননেতা জনাব ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরার অন্যতম সদস্য, খিলগাঁও উত্তর থানার সম্মানিত আমীর মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং ৩ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত কমিশনার পদপ্রার্থী জনাব মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমীর জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. আবদুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, খিলগাঁও জোনের সম্মানিত পরিচালক বমাওলানা ফরিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ঢাকা-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব কবির আহমদ, বৃহত্তর খিলগাঁও থানার সাবেক আমীর সগির বিন সাঈদ, ২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ শাজাহান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেকটর মাহমুদুর রহমানসহ আরও অসংখ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।