ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হৃদয় (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই কিশোর আবু সাঈদ (১৫) ও নিরব (১৩)। নিহত ও আহতরা সবাই সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে জানা গেছে, শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে হৃদয়, আবু সাঈদ ও নিরব একটি হাঙ্ক মোটরসাইকেলে করে ঘুরতে যান ঝিকরগাছা থানার পানিসারা এলাকার একটি ফুলের বাগানে। ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে গদখালী এলাকার শিওরদাহ-গদখালী সড়কের রেললাইনসংলগ্ন একটি মোড়ে পৌঁছালে একটি অজ্ঞাত ইজিবাইককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে সেটি রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়।
দুর্ঘটনার পর এক স্থানীয় পথচারী আহতদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হয়।
নিহত হৃদয় কালিগঞ্জ উপজেলার কুলুপাড়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র। আহত আবু সাঈদ একই গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে এবং নিরব মাগুরী গ্রামের মনিরুল ইসলামের সন্তান। বর্তমানে তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তাদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট ছিল না। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও চালনার অভিজ্ঞতার অভাব থেকেই দুর্ঘটনাটি ঘটে।