ইব্রাহিম হোসেন যশোর :
যশোরের শার্শায় পূর্বশত্রুতার জের ধরে এক বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ জুন) রাত ১০টার দিকে উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের সীমান্ত ঘেষা দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লিটন হোসেন (৩০) দুর্গাপুর গ্রামের আজগারের ছেলে।
শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, নিহত লিটন বিএনপির একজন সক্রিয় কর্মী। পূর্বশত্রুতার জেরে সেলিম ও রমজানসহ তিন-চারজন সন্ত্রাসী তাকে কুপিয়ে হত্যা করেছে। আমি এই হত্যার সুষ্ঠু বিচার চাই।
যশোরের সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান বলেন, মঙ্গলবার রাতে লিটন বাজারে বসে চা পান করছিলেন। এ সময় ওই এলাকার সেলিম ও রমজান নামে দুইজন তাকে কুপিয়ে জখম করেছেন বলে শুনেছি। এরপর লিটনের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানে তার মৃত্যু হয়।