নিজস্ব প্রতিবেদকঃ- র্যাব-১৩ এবং র্যাব-১ এর যৌথ অভিযানে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে রংপুরের পীরগাছা থানার ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে।
বাদী কর্তৃক দায়েরকৃত এজাহারসূত্রে জানা যায় যে, ধৃত আসামী মোঃ স্বাধীন মিয়া (২২) ভিকটিমকে বিয়ের প্রলোভনসহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেখিয়ে গত ২০/০৪/২০২৫ তারিখ দুপুর অনুমান ০২:৩০ ঘটিকায় ভিকটিমের শ্বশুর বাড়িতে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। যার প্রেক্ষিতে ভিকটিম নিজেই বাদী হয়ে রংপুর জেলার পীরগাছা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। যার মামলা নং-২১, তারিখ-২৪/০৫/২০২৫ খ্রিঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯ (১) ধারা।
বিষয়টি নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ইং ১১/০৬/২৫ ইং তারিখ অনুমান সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় সিপিএসসি র্যাব-১৩, রংপুর এবং র্যাব-১, সিপিসি-০২, উত্তরা ঢাকা এর যৌথ অভিযানে জিএমপি গাজীপুরের টঙ্গী এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ স্বাধীন মিয়া (২২), পিতা- মোঃ তোতা মিয়া, সাং- মাঝবাড়ি, থানা- পীরগাছা, জেলা-রংপুর’কে গ্রেফতার করা হয়।
গত (১২ জুন) বৃহস্পতিবার র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে এসকল তথ্য নিশ্চিত করে বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।