মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
আজ ১৪ জুন, শনিবার
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠনের স্বেচ্ছাসেবকদের নিয়ে ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ কর্তক আয়োজিত, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এর সৌজন্যে রংধনু মডেল স্কুলে বিশাল রক্তদাতা দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শাহজাদপুরে শ্রেষ্ঠ রক্তদাতা হিসেবে পুরস্কার পেলেন সহকারী অধ্যাপক জনাব মোঃ আলমাছ আনছারি। ইতিমধ্যেই যিনি ৬০ বার মানুষকে রক্ত দিয়ে অসংখ্য রোগীর জীবন বাঁচিয়েছেন।
শাহজাদপূর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ আলমাছ আনছারীকে বিশেষ পুরস্কার প্রদান করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো: কামরুজ্জামান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান,
উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী হাসপাতালের ডা: মোঃ শহিদুল ইসলাম। রংধনু মডেল স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ শহিদুল ইসলাম। শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠনের সভাপতি হাবিবুর রহমান ও স্বেচ্ছাসেবীরা ।
অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে পালিত হয়েছে।