বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ- মরুর দেশ ওমানে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের নিয়ে ঈদ পরর্বতী সিলেট কমিউনিটি অফ ওমানের ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
শুক্রবার ১৩ই জুন রাজধানী মাস্কাটের, রুই অঞ্চলের একটি রেস্টুরেন্টে মাওলানা মতিউর রহমান সাদীর সভাপতিত্ব, মামুন আহমদ শরীফ তালুকদার ও জাহাঙ্গীর আলমের যৌথ পরিচালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ জাবের আহমদ ছাদী।
ওমানের বিভিন্ন অঞ্চল থেকে সিলেট বিভাগের প্রায় শত প্রবাসী অনেক দিন পর এমন ঈদ পূর্ণ মিলনীয় অনুষ্ঠানে মিলিত হয়ে বেশ আনন্দ উপভোগ করেন। সবাই সংগঠন প্রতিষ্ঠা জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাস্কাটের বাংলাদেশী অধ্যুষিত
এলাকা আল- হামরিয়ার শাহাজালাল ফুটবল স্পোটিং ক্লাব সংগঠন প্রতিষ্ঠা করার জন্য একাত্মতা প্রকাশ করেন এবং সর্বোচ্চ সহযোগিতার আশ্বস্ত করেন।
এসময়, বক্তব্য রাখেন, রেজওয়ান আহমদ সুজন,মুজাহিদুল ইসলাম, এস এম বাবু, মাওলানা আশিকুর রহমান, সেলিম খঁান, শেখ মোঃ সুহেল,আহমেদ সুমন, আব্দুল হক, মোহাম্মদ আলী, আব্দুল মালেক, ফখরুদ্দিন মেম্বার, আখতার হোসেন, আব্দুল আলিম, আলমগীর আহমদ, সোহেল আহমদ, আহমেদ রানা, জুবেল আহমদ,শাহেদ আহমদ ও রুসন আহমদ প্রমুখ।