“কৃষি সমৃদ্বি”
“দেশি ফল বেশি খাই”
“আসুন ফলের গাছ লাগাই”
নিজস্ব প্রতিবেদক মাটিরাঙ্গা, খাগড়াছড়ি,
পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় আজ বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ফল মেলা ২০২৫। মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা কৃষি অফিসারের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব মনজুর আলম মহোদয়।
মেলার উদ্বোধনী বক্তব্যে জনাব মনজুর আলম বলেন, “কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। জাতীয় ফল মেলার মতো আয়োজন স্থানীয় কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি ফল চাষের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আরও বলেন, সরকার কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ও সহায়তা প্রদানের মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত আম, কাঁঠাল, লিচু, পেঁপে, কলা, আনারসসহ বিভিন্ন ধরনের মৌসুমি ও স্থানীয় ফল প্রদর্শন করা হয়। এছাড়াও কৃষি উদ্যোক্তারা তাদের উৎপাদিত ফলজাত পণ্য যেমন জ্যাম, জেলি ও আচার প্রদর্শন করেন, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে শ্রেষ্ঠ ফল উৎপাদনকারীদের পুরস্কৃত করা হয়, যা তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।
অনুষ্ঠানে আলোচনা সভায় কৃষি উন্নয়ন, ফল চাষে আধুনিক পদ্ধতির প্রয়োগ, জৈব সার ব্যবহার এবং কৃষকদের জন্য সরকারি সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা কৃষি অফিসার বলেন, “এই মেলার মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত ফলের বাজার সম্প্রসারণের সুযোগ পান এবং ক্রেতা-বিক্রেতার মধ্যে সরাসরি সংযোগ স্থাপন হয়। এটি স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।”
মেলায় স্থানীয় কৃষক, কৃষি উদ্যোক্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। দর্শনার্থীরা ফলের স্টলগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় ফলের স্বাদ উপভোগ করেন। মেলার পরিবেশ ছিল উৎসবমুখর, যা মাটিরাঙ্গার কৃষি ঐতিহ্য ও সম্ভাবনাকে তুলে ধরে।
আয়োজকরা জানান, জাতীয় ফল মেলা কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় ফলের প্রচার, বাজারজাতকরণ এবং কৃষি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেলার সফল আয়োজনের জন্য উপজেলা কৃষি অফিসারের কার্যালয় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।