প্রতিবেদক:
মাহফুজুর রহমান
রাজপথের সংগ্রামে যেমন সাহসী নেতৃত্ব, তেমনি ছাত্রদের প্রয়োজনে মানবিক সহায়তায়ও এগিয়ে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।
এই উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, যার দিকনির্দেশনায় পুরো কার্যক্রমটি সম্পন্ন হয়। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে বিশুদ্ধ পানির অভাবে ভোগান্তিতে ছিলেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন মো. শাহরিয়ার হোসেন এবং তিনি নিজ উদ্যোগে পানি ফিল্টার স্থাপন করেন, যা এখন শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও প্রশংসা জাগিয়েছে।
এ বিষয়ে শিক্ষার্থীদের একজন বলেন, “এটা শুধু পানি ফিল্টার নয়—এটা আমাদের পাশে দাঁড়ানোর একটা বার্তা। একজন ছাত্রনেতা যে আমাদের বাস্তব সমস্যায় সাড়া দিচ্ছেন, সেটা অনেক বড় ব্যাপার।”
উদ্যোগ বাস্তবায়নের সময় আরও উপস্থিত ছিলেন: যুগ্ম আহ্বায়ক জাফর আহাম্মেদ, সদস্য মো. রিয়াসাল রাকিব, সদস্য মুবাইদুর রহমান, সদস্য এম তানভীর রহমান, সদস্য মাহিদ হোসেন।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের সেবা দেওয়ার এই উদ্যোগ কেবল শুরু মাত্র। ভবিষ্যতেও ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার, সুবিধা ও সুরক্ষায় বাস্তবধর্মী কর্মসূচি গ্রহণ করবে।
এমন একটি উদ্যোগ নিঃসন্দেহে প্রমাণ করে—ছাত্রদল শুধু রাজনৈতিক আন্দোলনের নাম নয়, বরং এটি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এক মানবিক ও আদর্শিক ছাত্রসংগঠন।