মোঃ তাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ- বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা কমিটির এক মাসিক সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক খানের সভাপতিত্বে উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা সাজিদ হাসান সিদ্দিকী লিংকন, শেরপুর থানা তদন্ত কর্মকর্তা জয়নুল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়নের চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন।
সভায় আইন শৃঙ্খলা রক্ষা, বাল্যবিবাহ, ইভটিজিং, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা,স্বাস্থ্য, পরিবেশের ভারসাম্য রক্ষা, চাঁদাবাজি, সন্ত্রাসী সহ আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেয়া হয়।