বিলাল উদ্দিন,কুয়েত প্রতিনিধিঃ- বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সভাপতি ও ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটির উপদেষ্টা বিশিষ্ট সংগঠক নাসির উদ্দীন খোকনের ৫৬ তম জন্মদিন উপলক্ষে।
গত ২০ জুন(শুক্রবার) রাতে কুয়েত সালমিয়া ভোজন বাড়ি রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েত।
জন্মদিনের অনুষ্ঠানে, বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত ও ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি কুুয়েত, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের নেতৃবৃন্দ ছাড়া
কুয়েত প্রবাসী বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা, প্রবীণ সাংবাদিক ও সামাজিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন খোকনের শুভ জন্মদিনে শুভেচ্ছা জানান ও তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন।
কেক কেটে ও নৈশভোজ পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জমকালো এ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।