নিজস্ব প্রতিনিধি: মাদারীপুরে চাঁদা না দেওয়ার অভিযোগে ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ২০ জুন রাতে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ জুন রাতে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি গ্রামে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
ভুক্তভোগী মুনজিলা বেগম জানান, নতুন মাদারীপুর এলাকার লাবলু হাওলাদার ও তার লোকজন চাঁদার দাবিতে তার বাড়িতে হামলা চালায়। চাঁদা না দেওয়ায় তাকে ও তার স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের স্বর্ণালঙ্কার, টাকা-পয়সা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন, কয়েক মাস আগে রাজনৈতিক কোন্দলে শাকিল হাওলাদার নিহত হন, সে মামলায় তার ভাইদের আসামি করা হয়। তার ছেলেরা কেউ ঢাকায় চাকরি করেন, কেউ বিদেশে থাকেন। তারা স্বামীর বাড়িতে বসবাস করেন এবং ভাইয়েরা আলাদা বাড়িতে। সেই মামলার অজুহাতে লাবলু হাওলাদার, জাচ্চু হাওলাদার, লোকমান ফকির, আলামিন চৌকিদার, হানিফ চৌকিদার, আরিফ চৌকিদারসহ আরও অনেকে তাদের বাড়িতে এসে কয়েকদিন আগেই হুমকি দিয়ে গিয়েছিল।
মুনজিলা বেগমের মেয়ে সেলিনা বেগম জানান, “আমরা নিরীহ মানুষ। আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নিয়েছে। আমরা এর বিচার চাই।”
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, হামলার রাতে চিৎকার শুনে আশেপাশের মানুষ ছুটে এলে দুর্বৃত্তরা তাদেরও অস্ত্রের ভয় দেখায়। তারা এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।
এলাকাবাসীর দাবি, মুনজিলা একজন শান্ত ও নিরীহ মানুষ। তার ভাইদের অপরাধ থাকলে সেটার বিচার হওয়া উচিত। কিন্তু মুনজিলার স্বামীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি একটি জঘন্য অপরাধ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
এছাড়াও একই রাতে মাদারীপুর বিসিক শিল্প নগরী এলাকার আক্তার হাওলাদারের টিনের ঘরেও হামলা চালানো হয়। রাত আনুমানিক ৯টার দিকে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ঘরের টিনের বেড়া ছিঁড়ে নিয়ে যায়।
অভিযোগ বিষয়ে অভিযুক্ত লাবলু হাওলাদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, “এখন পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।