মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ
মাটিরাঙ্গা, ২২ জুন ২০২৫: মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মনজুর আলম তাঁর ব্যস্ত কর্মসূচির মধ্যেও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সম্প্রতি তবলছড়ি ইউনিয়ন পরিষদের কর্তব্যরত অবস্থায় নিহত গ্রাম পুলিশ সদস্য মোঃ হানিফ মিয়ার বাড়িতে স্বয়ং উপস্থিত হয়ে তিনি নিহতের পরিবারের খোঁজখবর নেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের অসহায় অবস্থার কথা বিবেচনা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
জনাব মোঃ মনজুর আলমের এই মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তাঁর এই পদক্ষেপ শুধু নিহত গ্রাম পুলিশ সদস্যের পরিবারের জন্যই নয়, বরং পুরো তবলছড়ি ইউনিয়নবাসীর জন্য একটি আশার আলো হয়ে উঠেছে। তিনি সরেজমিনে পরিবারটির সঙ্গে সময় কাটানোর মাধ্যমে তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
তবলছড়ি ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের ভূয়সী প্রশংসা করেছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, “জনাব মনজুর আলম স্যারের এই মানবিক কাজ আমাদের হৃদয় ছুঁয়েছে। তিনি প্রমাণ করেছেন যে, প্রশাসন শুধু আইন-শৃঙ্খলা রক্ষার জন্যই নয়, জনগণের দুঃসময়ে তাদের পাশে থাকতেও প্রস্তুত।”
নিহত মোঃ হানিফ মিয়ার পরিবারের সদস্যরাও উপজেলা নির্বাহী অফিসারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, “এই কঠিন সময়ে স্যারের সহায়তা ও সমবেদনা আমাদের জন্য অনেক বড় সান্ত্বনা। আমরা তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি।”
এই ঘটনা প্রশাসন ও জনগণের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করেছে এবং জনাব মোঃ মনজুর আলমের দায়িত্বশীল ও মানবিক ভূমিকা সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তবলছড়ি ইউনিয়নবাসীসহ স্থানীয় জনগণ তাঁর এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।