প্রতিনিধি-সাব্বির হোসাইন
কালীগঞ্জ, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বসির আহমেদ (৫০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি আজ, ২৩ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দে সকালে কালীগঞ্জ পৌরসভার চৌড়া গ্রামে ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌড়া গ্রামের বাসিন্দা বসির আহমেদ (৫০), (পিতা- মৃত ইসলাম উদ্দিন, মাতা- আবেদা বেগম) আজ সকালে গোসল সেরে বাড়ির উঠানে কাপড় শুকাতে দিচ্ছিলেন। সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে গুরুতর আহত হন।
দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ৯টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা হাসপাতালে উপস্থিত হন। পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।