• শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, দুপুরে জানাজা নরসিংদীর শিবপুরে পরিবহনে মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে সিরাজগঞ্জে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায়  ভলিবল প্রতিযোগিতা -২০২৫ এর  পুরস্কার ও ট্রফি বিতরণ  সম্পন্ন  বরিশালের চরকাউয়া নয়ানীতে নারী নিখোঁজ, থানায় জিডি মির্জাপুরে অবৈধ কয়লা চুল্লি: জনজীবন ও পরিবেশের জন্য হুমকি। সাজাপুর ফুলতলা সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে সর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩টি থানা আকস্মিক পরিদর্শন করলেন নরসিংদী পুলিশ সুপার অস্বাস্থ্যকর পরিবেশে জর্দা উৎপাদন, রায়গঞ্জে অবৈধ কারখানায় প্রশাসনের অভিযান রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত সোনালী ব্যাংক ও জিয়া পরিষদের উদ্যোগে সিরাজগঞ্জে মহান বিজয় দিবস পালন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য বনভোজন ও মিলনমেলা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উল্লাপাড়া কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ কৃষক-কৃষাণীদের মাঝে বিতরণ  সিরাজগঞ্জে জুলাই আন্দোলনের ছাত্রনেতা জুয়েলকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  শাজাহানপুরে জিয়া ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: প্রধান অতিথি সৌরভ হাসান শিবলু মনিরামপুরে নির্বাচনী হাওয়া: কুলটিয়া ইউনিয়নে ধানের শীষের প্রচারণা তুঙ্গে পিপিআর নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলায় এফএমডি টিকা প্রয়োগের নিমিত্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার পৌর যুব বিভাগের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগেই স্বাধীন বাংলাদেশের জন্ম – শ্রীমঙ্গলে জামায়াত আমির ইসমাইল হোসেন

রামেক হাসপাতালে জরুরী বিভাগে আহত সাংবাদিক ; ডেসিং রুমে ঝুলছিল তালা!

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৯১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫

ক্রাইম রিপোর্টার জুয়েল আহমেদ :
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক), হাসপাতালের অনিয়ম যেন থামার নয়। সেবা নিতে গিয়ে কখনো নার্সের অবহেলা, কখনও আনসার বাহীনির মাস্তানী আবার কখনও সেবার জন্য গিয়ে ডাক্তারের রাগাম্বিত চেহারা দেখতে হয়। এ যেন এক অন্য জগৎ। আর রামেক নামের সেই জগতের ডাক্তার থেকে শুরু করে সুইপার পর্যন্ত সবাই রাজা। তবে ডাক্তার, নার্স ও স্টাফদের মধ্যে ব্যাতিক্রম মানুষ একেবারেই নাই, এমন মন্তব্য আমরা কখনই করবো না। ভাল মানুষও আছে সেখানে। রোগীদের সেবা দেয় আন্তরিকতার সাথে। এমনই মন্তব্য হাসপাতাতে চিকিৎসাধীন রোগীর একাধীক স্বজনরা।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টাইলস পট্টিতে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় আহত হন সংবাদ কর্মী শেখ মোঃ রুমেল (৩৫)।

রবিবার (২২ জুন)  বিকাল ৪টায় এ দূর্ঘটনা ঘটে। ওই সময় সে তার কয়েকজন সহকর্মীকে ফোনে বিষয়টি জানায়। খবর পেয়ে স্থানীয় রাবিনুর রহমান রিয়াদ, সংবাদ কর্মী আহম্মদ মোস্তফা শিমুল, মোঃ পারভেজ ইসলাম, রাতুল সরকার, সাইদ ও জনি ঘটনাস্থলে গিয়ে দেখেন রোমেলের পা দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। এ সময় তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে ভর্তি করেন। জরুরী বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক তার পায়ে ড্রেসিং করার জন্য (রুম নং-১১), ড্রেসিং রুমে পাঠান। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় ড্রেসিং রুমের তালা আটকানো অবস্থায় ঝুলছে এবং একটি লোকও আশ-পাশে নেই। তখনও সাংবাদিক রুমেলের পা দিয়ে রক্ত ঝরছে। কোন ভাবেই মিলছে না চিকিৎসা সেবা। এরই মধ্যে ৩০ মিনিট অতিবাহিত হয়ে গেছে।

শেষ পর্যন্ত রুমেল রামেকের পরিচালক মহাদয়কে ফোন দিয়ে সহযোগীর জন্য অনুরোধ জানান। এর কিছুক্ষনের মধ্যেই একজন আনসার সদস্য আসেন, এরপর ওই আনসার সদস্য জরুরী বিভাগে থাকা কর্তব্যরত লোকজনকে বার বার বলেন ড্রেসিং রুমের সামনে একজন রোগী আছে। সেবা প্রয়োজন। কিন্তু তার কথা কেউ কর্ণপাত করছিলেন না। অবশেষে এক ব্যক্তি আসেন ড্রেসিং করতে এবং ড্রেসিং করে দেন। তবে তিনি তার ৩ নম্বর হাত দেখান।

পাঠকদের একটু বুঝিয়ে বলি। অলস, ফাঁকিবাজ এবং দায়িত্বে অবহেলা ব্যাক্তিদের ৩টি হাত রয়েছে। এর মধ্যে দৃশ্যমান ডান হাত ও বাঁ হাত আর অদৃশ্য হাত হলো অজুহাত। এই ড্রেসিং ম্যান সাংবাদিক রুমেলকে বলেছেন বাথরুমে ছিলেন। অর্থাৎ ৪০ মিনিট বাথরুমে! এটা কি অজুহাত নয়?

এ ব্যপারে শেখ মোঃ রুমেল জানান, জরুরী বিভাগের ড্রেসিং রুমে যদি তালা ঝুলানো থাকে, আর গুরুতর আহত কোন রোগী যদি আসেন, তাহলে সে রক্তশূণ্য হয়ে মারা যাবে, এতে কোন সন্দেহ নাই। তাছাড়া ২৪ ঘন্টায় রাজশাহী নগরী-সহ বিভিন্ন উপজেলা থানা ও জেলা গুলো থেকে রোগী আসেন এই রামেকে। অথচ ড্রেসিং রুমে তালা ঝুলিয়ে নিজ খেয়াল খুশি মত কর্তব্যরত সেবক এখান সেখান যাবেন। আবার ডেকে আনলে ৩নম্বর হাত (অজুহাত) দেখাবেন, এটা বন্ধ হওয়া প্রয়োজন।এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ইউনাইটেড জার্নালি সোসাইটি অব বাংলাদেশ রাজশাহী বিভাগের সভাপতি ও নির্ভয়া বাংলাদেশ রাজশাহী বিভাগের সভাপতি জুয়েল আহমেদ। তিনি বলেন উত্তরবঙ্গের আস্থার স্থল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আর এখানে চিকিৎসা নিতে এসে যদি বিড়ম্বনার অবহেলার পেতে হয় সাধারণ মানুষ যাবে কোথায়। এ দায়িত্ব অবহেলায় সাথে যারা জড়িত অবিলম্বে তাদের তদন্ত সাপেক্ষে শাস্তি দাবী করছি।
এ নিয়ে রামেক হাসপাতালের পরিচালক মহাদয়ের নিকট লিখিত অভিযোগ করবেন বলেও জানান ভুক্তভোগী সাংবাদিক রুমেল।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com