মোঃ জাহিদুল আলম রামগড় উপজেলা প্রতিনিধিঃ- খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল খাগড়াবিল এলাকার একমাত্র ভরসা খাগড়াবিল জুনিয়র হাই স্কুল। ১৯৯৪ সালে স্থানীয় যুবকদের স্বপ্ন, শ্রম আর নিজেদের অর্থায়নে প্রতিষ্ঠিত এই স্কুলটি দুর্গম এলাকার গরিব-অসহায় মানুষের সন্তানদের শিক্ষার আলো পৌঁছে দিচ্ছিল। ২০১৮ সালে পাঠদানের অনুমতি এবং ২০২৩ সালে সরকারি স্বীকৃতি পেলেও স্কুলটি এখন চলছে এক ব্যক্তির স্বেচ্ছাচারিতায়। তাঁর নাম খুরশিদ আলম।
গত ছয় বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে খুরশিদ আলমের বিরুদ্ধে রয়েছে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের পাহাড়সম অভিযোগ।
স্থানীয় সূত্র জানিয়েছে, ২০১৯ সাল থেকে আজ পর্যন্ত স্কুলের কোনো বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ম্যানেজিং কমিটির কাছে জমা দেননি খুরশিদ আলম। নেই কোনো ভাউচার, নেই ব্যাংক হিসাবের লেনদেন নথি। কমিটি ব্যবস্থা নিতে গেলে তিনি পালিয়ে থাকেন। পরিস্থিতি ঠান্ডা হলে আবার স্কুলে ফিরে আসেন এবং আগের মতোই কর্মকাণ্ড চালিয়ে যান।