
নিজস্ব প্রতিবেদকঃ- র্যাব-১৩’র অভিযানে দিনাজপুর জেলার কোতয়ালী থানা এলাকা হতে ১৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
সোমবার (২৩ জুন) ভোর ০৪.৩০ ঘটিকার সময় র্যাব-১৩ সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন জিয়া হার্ট ফাউন্ডেশন এর সামনে উপশহর-১, বেস্ট কেয়ার ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হসপিটাল লিঃ এর মেইনগেট এর সামনে দিনাজপুর থেকে বগুড়াগামী মহাসড়কে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামীদের হাতে থাকা প্লাস্টিকের ব্যাগে রক্ষিত ১৫ কেজি গাঁজা জব্দসহ ৩ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলোঃ- ১। রনি চন্দ্র দাস (৩৩), পিতা- নিমাই চন্দ্র দাস, মাতা- বিদেশি রানী দাস, সাং- চাঁদপুর (রতন মাষ্টার বাড়ী), পোষ্টঃ নজরপুর-৩৮৬০ থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী, ২। মোঃ আজিবর রহমান (৫৫), পিতা- মৃত সকি উদ্দিন, মাতা- মৃত রহিমা বেগম, স্থায়ী সাং- গোয়ালদি (বেলানপাড়া), থানা- খানসামা, জেলা-দিনাজপুর, এ/পি সাং-ইয়াছিন মার্কেট (জনৈক মাকসুদ মোন্দারের বাড়ির ভাড়াটিয়া), থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা, ৩। মোছাঃ হাসিনা বেগম (২৯), স্বামী- মোঃ আরিফুল ইসলাম, মাতা- রহিমা বেগম, স্থায়ী সাং-সিঙ্গুরিয়া (বদরপুর), পোষ্ট-নলুয়া, চাদপুর-৩৫৬২, থানা-বরুড়া, জেলা-কুমিল্লা, বর্তমান সাং- বর্তমান স্বামী- মোঃ মিন্টু মোল্লা, মাতা- মোছাঃ রহিমা বেগম, সাং- থিরা পুকুরপাড় (চর্থা), থানা- কোতয়ালী, জেলা কুমিল্লা।
অধিনায়কের পক্ষে র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য নিশ্চিত করে বলেন পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।