মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া :
বরিশালের বানারীপাড়ায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
২৩ জুন সকাল ১১ টায় উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরনের মধ্য দিয়ে পোনা মাছ অবমুক্তকরন কার্যক্রমটির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো: বায়েজিদুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী, বানারীপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব রিয়াজ মৃধা,যুগ্ম আহবায়ক আঃ সবুর খান,উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমেদ সুমন হাওলাদার,সদস্য সচিব মিজান ফকির, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ও প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুল ইসলাম, মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দার, ক্ষেত্র সহকারী জয়দেব, মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির, কাজল রেখা প্রমূখ।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী সাংবাদিকদের জানান, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে দেশীয় প্রজাতির মাছ ও রুই জাতীয় মাছের পোনা মৎস্য অভয়আশ্রম, প্রাতিষ্ঠানিক পুকুর, আবাসন পুকুর, বিভিন্ন খাল ও বিলে অবমুক্ত করা হয়েছে। এতে খাল,বিল ও নদীতে দেশীয় প্রজাতির মাছ সহ অন্যান্য মাছ বৃদ্ধি পাবে এবং দেশের মৎস চাহিদা পূরনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।