মোঃ সাহেব আলী স্টাফ রিপোর্টারঃ-
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ফ্যাসিস্ট আওয়ামী লীগের যুবলীগ নেতা রণচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমানকে পূর্ণবহালের প্রতিবাদে গত (২৩ জুন) সোমবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ডালিয়া রংপুর মহাসড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে রাজনৈতিক নেতাকর্মী, সমর্থক, পেশাজীবী, কৃষক, শ্রমিকসহ সর্বস্তরের নারী পুরুষ অংশগ্রহণ করে ।
এ সময় বক্তব্য রাখেন রণচন্ডী ইউনিয়ন বিএনপি’র সভাপতি জনাব মোঃ বেলায়েত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক জনাব মোঃ মোশফেকুর রহমান জুয়েল, জামায়াতের ইউনিয়ন সভাপতি কফিল উদ্দিন, সেক্রেটারি মারিফুল ইসলাম সাদ্দাম, যুবদলের রণচন্ডী ইউনিয়ন শাখার সভাপতি মোকছেদুল ইসলাম আপেল, সাধারণ সম্পাদক আবু সাঈদ সোহাগ, জামায়াতে যুব বিভাগের ইউনিয়ন সভাপতি নুরুজ্জামান ইসলাম রওশন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হুদা, এন সি পি উপজেলা সদস্য আশিক আলী, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন প্রমুখ । মানববন্ধনে বক্তারা বলেন ফ্যাসিস্ট সরকারের নৌকা মার্কায় চেয়ারম্যান যুবলীগ নেতা মোখলেছুর রহমান বিমান রাতের ভোটে নির্বাচিত চেয়ারম্যান ।
তার দুর্নীতি অনিয়মের শেষ নাই । তাকে ইউনিয়ন পরিষদে পূর্ণ বহাল করা হলে সর্বস্তরের মানুষ তা মেনে নেবে না ।