মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ ও ইসলামিয়া সরকারি কলেজের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং শহর শাখার ছাত্র শিবিরের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি ও চারা বিতরণ ২০২৫ পালিত হচ্ছে। মাসব্যাপী এই গত ২৩ জুন সোমবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।
সিরাজগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণ ও সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণের মাধ্যমে শুরু হয়ে সিরাজগঞ্জের ঐতিহাসিক যমুনা নদীর বাঁধ চাইনাবাধ ৩নাম্বার ক্রসবারে বৃক্ষরোপণ অভিযান ২০২৫’-এর অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখা। তাদের এই বৃক্ষ রোপণ কর্মসূচি ও চারা বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মুহাম্মাদ ফখরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি এসএম শামীম রেজা। এছাড়াও সিরাজগঞ্জের ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।