নিজস্ব প্রতিবেদক : নাটোর সদরে বেলঘড়িয়া বাইপাস এলাকায় সিএনজিকে বেপরোয়া গতিতে বাস চাপা দিয়ে সিএনজি চালকসহ চারজন নিহতের চাঞ্চল্যকর ঘটনায় সড়ক আইনে ক্লুলেস হত্যা মামলার সন্দিগ্ধ প্রধান ও একমাত্র আসামি ঘাতক বাসচালক মোঃ মামুনুর রশীদ (৩০), কে গ্রেফতার করেছে র্যাব-৫ রাজশাহীর একটি অভিযানিক দল।
আটককৃত আসামি হলেন,
মোঃ মামুনুর রশীদ (৩০) পিতা মোঃ আশরাফ আলী, সাং ভাংড়া, থানা বেলপুকুর,জেলা রাজশাহী।
জানা যায়, গত শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে চারটার দিকে নাটোর জেলার সদর থানাধীন বেলঘড়িয়া বাইপাস নামক স্থানে কেয়ার হাসপাতালের সামনে নাটোর- রাজশাহী মহাসড়কের উপর সিরাজগঞ্জ হতে রাজশাহী গামী যাত্রীবাহী বাস ও সিরাজগঞ্জ হতে নাটোরগামী সিএনজি পৌছালে উক্ত বাসের চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সামনে থেকে সিএনজি কে ধাক্কা দিলে সিএনজি চালক মোঃ বাবু (৪০) নিহত হয়। ও অজ্ঞাতনামা ৩/৪ জন যাত্রী গুরুতর আহত হয়। অজ্ঞাতনামা আসামিরা গুরুতর আহত হলে তাদের কে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে ১ জন নিহত হয় , ও চিকিসাধীন অবস্থায় আরও ২ জন নিহত হয়। সিএনজি চালক সহ মোট ৪ জন নিহতের ঘটনা ঘটে।
উক্ত বাস চালক গুরুতর আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য তাদের উদ্ধার না করে বাসটি ঘটনাস্থলে রেখে অভিনব কায়দায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সংবাদ বিভিন্ন ইলেকট্রনিক ও পিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত করা হয়। পরে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ বাদি হয়ে একটি অজ্ঞাত নামা হত্যা মামলা দায়ের করেন।
উক্ত মামলার আসামী পুলিশ ও অন্যন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ও ছায়াতদন্ত শুরু করে ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-সিপিএসসি রাজশাহীর একটি অভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অভিযাচানপত্রের পেক্ষিতে গতকাল মঙ্গলবার (২৪ জুন) রাত আটটার দিকে রাজশাহীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া নতুন বাসট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে ঝলমলিয়া হাইওয়ে পুলিশের নিকট সোপর্দ করা হয়।
র্যাব-৫ কে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।