ইব্রাহিম হোসেন
ঠান্ডা ও জ্বরজনিত উপসর্গ নিয়ে যশোর সদর হাসপাতালে ভর্তি হওয়া এক গৃহবধূর শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের নাম বন্যা (২৬)। তিনি যশোর শহরের কমলাপুর এলাকার বাসিন্দা ও মোঃ সোহেলের স্ত্রী। এনিয়ে যশোর জেনারেল হাসপাতালে ৭ জন শরীরে করোনা ভর্তি হন। এরমধ্যে এক নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এদিন বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২৪ ঘন্টায় ২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছেন।
আজ বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৯টা ৩০ মিনিটে ঠান্ডা, জ্বর ও সর্দির উপসর্গ নিয়ে বন্যা সদর হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। প্রাথমিক লক্ষণ বিবেচনায় তাকে করোনা পরীক্ষা করানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বেসরকারিভাবে যশোর ইবনে সিনা হাসপাতালে তার নমুনা পাঠায়।
একইদিন সকাল ১১টা ৩৩ মিনিটে রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর বিকেল ৫টায় তাকে হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, বর্তমানে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।
সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়ার্ডের অন্যান্য রোগীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং স্বাস্থ্যবিধি অনুসরণে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।
এরআগে-গত ১১ জুন শ্বাসকষ্ট নিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সাতক্ষীরার সাবিলা বেগম নামের এক নারী। পরদিন শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয় এবং সেদিন থেকেই তিনি আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালের আইসিইউ বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রবিউল ইসলাম জানান, ২০ জুন বিকালে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে শরীরে অক্সিজেনের মাত্রা মারাত্মকভাবে কমে যাওয়ায় কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়।
এরপর ১৮ জুন সকাল ও দিবাগত রাতে আরও দুজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তারা হলেন—যশোরের বাঘারপাড়া উপজেলার আমির হোসেন পারুল (৬৮) ও মণিরামপুর উপজেলার শেখ ইউসুফ আলী (৪৫)। তারা দুজনই যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে-গত ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। চলতি বছর মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৯৪৪ জনের। এতে করোনাভাইরাস শনাক্ত হন ৪৯৯ জন।