বলবুল আহমেদ বুলু,বদলগাছী প্রতিনিধি নওগাঁঃ- “আমার দেশ আমার মাটি গাছ লাগিয়ে করব খাঁটি” স্লোগানকে ধারণ করে। মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম
শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
(২৬ শে জুন) বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার মিঠাপুর ইউনিয়নে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করেন।
পরে মিঠাপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন রাস্তার ধারে ও শিক্ষা প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ মডেল ভুমি অফিস সহ খোলা স্থানে ফলজ, বনজ, ঔষধি বৃক্ষের চারা রোপন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএম ফিরোজ দুলু সদস্য সচিব নওগাঁ জেলা শাখা কৃষকদল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত
সভাপতি জহুরুল ইসলাম, বদলগাছী উপজেলা মিঠাপুর ইউনিয়ান বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মীর মহিউদ্দিন আলমগীর
মিঠাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসনে উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শাফিনুল ইসলাম শাফিন (৪ নং)
মিঠাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি আঃ রাজ্জাক কবিরাজ, ৪ নং মিঠাপুর
ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ ময়নুল ইসলাম রাসেল।
মথুরাপুর ইউনিয়ন কৃষকদলের সাধারন সম্পাদক সুজাউল ইসলাম সুজা সহ বিভিন্ন
ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির এটিএম ফিরোজ দুলু বলেন, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
পরিবেশ বাঁচাতে এমন কর্মসূচি আগামীতেও পালন করা হবে।
বিশেষ অতিথি জহুরুল ইসলাম বলেন, পর্যায়ক্রমে উপজেলার ৮টি ইউনিয়নে এই কর্মসূচির অব্যাহত থাকবে, ইতিমধ্যেই বেশ কয়েকটি ইউনিয়নে বৃক্ষরোপণ শুরু হয়েছে।