ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় হিজরি নবর্বষ ১৪৪৭ উপলক্ষে বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়ার নেতৃত্বে মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
হিজরি নবর্বষ ১৪৪৭ উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ মিছিলটি পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ কাজী হাফেজ আহমদ আল কাদেরী। সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহাম্মদ ইউসুফ জিলানী ও মুনির উদ্দিন মুহাম্মদ ইখতিয়ার। সভায় উদ্বোধক ছিলেন ব্যবসায়ী মুহাম্মদ হারুনর রশীদ, প্রধান বক্তা মাওলানা ড. মুহাম্মদ আনোয়ার হোসেন এবং বিশেষ বক্তা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম চৌধুরী প্রমুখ।