আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের আগে প্রশাসন একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করেছে। এখন সময় এসেছে জনগণের পক্ষ নিয়ে নিরপেক্ষভাবে কাজ করার। নতুবা জনগণ আর বসে থাকবে না। পরিবর্তন অবশ্যম্ভাবী।

সোমবার (৭ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন এলাকায় ‘মুক্তির সোপানে’ শীর্ষক এক পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি বলেন, আমরা বিচার সংস্কার ও নতুন সংবিধানের কথা বলেছি। এই রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনার জন্য একটি আধুনিক, জনগণের পক্ষে, স্বৈরতন্ত্র প্রতিরোধে সক্ষম নতুন সংবিধান প্রয়োজন। বর্তমান সংবিধান আওয়ামী লীগ সরকারের ‘মুজিববাদী একনায়কতন্ত্রের’ হাতিয়ারে পরিণত হয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, যারা আয়নাঘর তৈরি করেছে, মানুষ গুম করেছে, হত্যা করেছে, রাষ্ট্রকে দলীয় সম্পত্তিতে পরিণত করেছে তাদের বিচার একদিন হবেই। আওয়ামীলীগ সংবিধান, রাষ্ট্র ও সমাজকে কলঙ্কিত করেছে। আমরা স্পষ্ট করে বলছি এই দেশ মুজিববাদ নয়, জনগণের রায়ে চলবে। তাই ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সুশাসনের জন্য সংবিধান সংস্কার এখন সময়ের দাবি।
পদযাত্রায় সরকারের শিল্পনীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের কঠোর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, অতীতের সরকারগুলো সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত ও বস্ত্রশিল্পকে অবহেলা করেছে। এই ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। এনসিপি ক্ষমতায় গেলে আমরা সিরাজগঞ্জের তাঁতশিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করবো।
তিনি আরও বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, ভূমিদস্যু আর দুর্নীতিবাজদের কবল থেকে সিরাজগঞ্জকে মুক্ত করতে এনসিপি দৃঢ় প্রতিজ্ঞ। এজন্য আপনাদের আস্থা ও সমর্থন প্রয়োজন। এনসিপি গঠন করেছে দেশের প্রতিটি মানুষের কথা বলার জন্য। আমরা রক্ত দিয়ে হলেও এই রাষ্ট্রব্যবস্থার রূপান্তর ঘটাব।
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র সদস্য সচিব এস এম সাঈদ মোস্তাফিজ, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, জাতীয় যুব কমিটির সদস্য সচিব দুতি অরণ্য প্রীতিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে ‘মুক্তির সোপানে’ শীর্ষক পদযাত্রাটি বাজার স্টেশন এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। পদযাত্রা চলাকালে বিভিন্ন প্ল্যাকার্ড ও শ্লোগানে মুখরিত করে ।