আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জ পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের নবগঠিত আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এ কমিটিতে মোঃ জয়নাল আবেদীনকে সভাপতি, মোঃ হাফিজুর রহমান ডাবলুকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ আইনাল হককে সাধারণ সম্পাদক, মোঃ আলম শেখকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোঃ খোকাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ তানভীর মাহমুদ পলাশ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও ধারাবাহিক রাখার স্বার্থে এ কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটি গঠনের লক্ষ্যে সম্প্রতি এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা মেনে এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ শহর বিএনপির সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া এবং সাবেক সাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে,তারাও নতুন আংশিক কমিটির গঠনের বিষয়টি নিশ্চিত করেন।