নিজস্ব প্রতিবেদক : নাটোর সদর থানাধীন তেঘরিয়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
গতকাল বৃহঃস্পতিবার (১০ জুলাই) বিকেল ৪.২০ ঘটিকার সময় নাটোর সদর উপজেলার তেঘড়িয়া গ্রাম এলাকায় গোপন সংবাদের ভিক্তিতে র্যাব – সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও একটি ডিজিটাল পরিমাপক যন্ত্রসহ তাকে আটক করা হয়।
আটককৃত আসামী হলেন,
মোঃ ওয়াসিম (৩৯) পিতা আব্দুস সাত্তার, সাং তেঘরিয়া, থানা ও জেলা নাটোর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে জব্দকৃত আলামত গাঁজা অবৈধভাবে সংরক্ষণ করে বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীগনের সম্মুখে স্বীকার করেছে। সে পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নাটোর জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসতেছিল।
আটককৃত আসামীর বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
র্যাব-৫ সিপিসি-২ কে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।