আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
মঙ্গলবার ১৫ জুলাই-২০২৫ খ্রিঃ বেলা ১২ টার দিকে, সিরাজগঞ্জ যমুনা নদী হতে প্রচন্ড ঝড় হাওয়া উৎপন্ন হয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি হাটের পশ্চিম পাশে চর চিলগাছা, বাহুকা এলাকা সহ কয়েকটি গ্রামে প্রায় শতাধিক ঘরবাড়ি, গাছ-পালা, মুরগীখামার ব্যবসা, প্রতিষ্ঠান ভয়াবহ সাইক্লোন আঘাতে লন্ডভন্ড হয়ে যায় কয়েকজন আহত হন। পরে বিকেলে ঝড়ে গ্রস্ত এলাকায় সিরাজগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক ভাবে ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।