প্রকৌশলী মোঃ কাওছার আলী। স্টাফ রিপোটার।।
বিশ্ব জনসংখ্যা দিবস (১১ জুলাই ২০২৫) উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক আয়োজনে এক গুরুত্বপূর্ণ আ লোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় ‘বারসিক’সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা ও মানিকগঞ্জ জেলার পরিবার পরিকল্পনার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
১১ জুলাই’২৫ সরকারি ছুটি থাকায় আজ ১৪-০৭-২০২৫ সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়।
আজকের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জনাব ড. মানোয়ার হোসেন মোল্লা (জেলা প্রশাসক, মানিকগঞ্জ), বিশেষ অতিথি ছিলেন জনাব মোছাঃ ইয়াছমিন খাতুন (পুলিশ সুপার, মানিকগঞ্জ), মঞ্চে উপবিষ্ট ছিলেন ডাঃ মোঃ খুরশিদ আলম (সিভিল সার্জন, মানিকগঞ্জ) ও অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাব জাকিয়া আখতার (উপপরিচালক, পরিবার পরিকল্পনা, মানিকগঞ্জ)। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক,লেখক, কলামিস্ট, শিক্ষানুরাগী জনাব মোঃ ইব্রাহিম হোসেন মনির মোল্যা।
আজকের প্রতিপাদ্য বিষয়ের উপর সিভিল সার্জন মহোদয়, পুলিশ সুপার মহোদয় ও জেলা প্রশাসক মহোদয় সকলেই বিচক্ষণ, তথ্যবহুল ও জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে মানিকগঞ্জ জেলার পরিবার পরিকল্পনার কর্মকর্তাদের ভাল কাজের স্বীকৃতিস্বরূপ সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।