নিজস্ব প্রতিবেদক : নাটোর জেলার সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় গোয়েন্দা তথ্যের ভিক্তিতে ২২ জুলাই সন্ধ্যা ৬.২০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে ১৭ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী ২ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ -সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা।
র্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ জুলাই) সন্ধায় র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিক্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নারী কনস্টবল এর সহায়তায় এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন,
১। মোছাঃ মিনা বেগম (৪০) স্বামী মোঃ রতন ইসলাম,
২। মোছাঃ নার্গিস বেগম স্বামী মোঃ মোকাররম উভয় সাং কালিগঞ্জ বাজার, থানা সিংড়া, জেলা নাটোর।
র্যাব জানায়, আটককৃত আসামীরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর
চোখকে ফাঁকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বিকার করেছে।
আটককৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয়বিক্রয় করে করত।
উপরোক্ত ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নাটোর জেলার সিংড়া থানায় মামলা রুজু করা হয়েছে।
দেশ থেকে মাদক নির্মূল এবং যুবসমাজকে রক্ষায় র্যাবের অভিযান অব্যাহত আছে।
র্যাব-৫ সিপিসি -২ কে তথ্য দিন- চাঁদাবাজ,দখলবাজ, মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।