বুলবুল আহমেদ বুলু,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
আমাদের সোনার বাংলায় কোনো বৈষম্যের ঠাঁই নেই। জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্য চলবে না এমন শ্লোগানকে সামনে নিয়ে নওগাঁর বদলগাছীতে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবিতে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বদলগাছী উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ব্যানারে ঘণ্টা ব্যাপি এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তারা বক্তব্যর মাধ্যমে তাদের দাবি তুলে ধরে বলেন,
প্রাতিষ্ঠানিক বৃত্তি নয়, চাই প্রকৃত মেধার মূল্যায়ন সহ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমানভাবে অন্তর্ভুক্ত করতে হবে।
বৈষম্যর অবসান চেয়ে চলতি বছরে বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি দাবি জানান তারা।
এসময় শফিউল ইসলাম দিপুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন
উপজেলা কিন্ডারগার্টেন আসোসিয়েশনের সভাপতি হাফিজার রহমান,সাধারণ সম্পাদক শামিম হোসেন ।
মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক মতিন,বেলাল হোসেন,ফারুক হোসেন,খালেক ,শামীমা আক্তার সহ মানববন্ধনে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেষে একটি স্মারক লিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেন সংগঠনের নেতৃবৃন্দ ।