আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
টাইফয়েড টিকাদান কাম্পেইন-২০২৫ খ্রিঃ শিক্ষকগণ/ ধর্মীয় কমিউনিটি লিডারগণের ও টিকাদার সুপারভাইজার টিকাদান কর্মী এবং স্বেচ্ছাসেবকদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য বিভাগ, সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে, রবিবার (৪ আগস্ট-২০২৫ খ্রিঃ) সকালে সিরাজগঞ্জ পৌরসভার সভা কক্ষে উক্ত ওরিয়েন্টেশন সভায় – সভাপতিত্ব করেন,
সিরাজগঞ্জ পৌরসভার পৌরনির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম , এবং ওরিয়েন্টেশন এর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন, পৌরসভার
মেডিকেল অফিসার ডাঃ একে.এম ফরহাদ হোসাইন।
জানা যায় যে, আপনার ৯ মাস থাকে ১৫ বছরের কম বয়সী শিশুর টাইফয়েড জ্বরের টিকা প্রাপ্তি নিশ্চিত করতে আজই ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন দিয়ে রেজিষ্ট্রেশন করে টিকার কার্ড সংগ্রহে রাখুন। টিকা শুরু হবে- আগামী ১ লা সেপ্টেম্বর-২০২৫ খ্রিঃ (১৮ কর্ম দিবস)। বয়স- ৯ মাস থেকে ১৫ বছরের পর্যন্ত, ৯ ম শ্রেণি অথবা সমমান। শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত সকল শিশু। টিকাঃ TCV (Typhoid Conjugate Vaccine) সম্পূর্ণ ফ্রি। কোথায়ঃ স্থানীয় EPI কেন্দ্র, স্কুল /মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান (নির্ধারিত দিনে),স্থায়ী কেন্দ্র (ক্যাম্পইনের সকল দিন)। যা লাগবেঃ- শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ। টাইফয়েড জ্বরের টিকার রেজিষ্ট্রেশনের জন্য www.vaxepi.gov.bd ওয়েবসাইট খুলে দেওয়া রয়েছে ।