বুলবুল আহমেদ বুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:-
নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে ‘জুলাই গণআন্দোলনের’ প্রথম বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বদলগাছী উপজেলা চত্বরে এই কর্মসূচি শুরু হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে স্লোগানমুখর ও প্রাণবন্ত।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ইলিয়াস হোসাইন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা আহসান হাবিব।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের বাইতুলমাল সম্পাদক ও বদলগাছী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমির ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম এবং বর্তমান উপজেলা আমির মাওলানা ইয়াছিন আলী।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণআন্দোলন ছিল স্বৈরাচারবিরোধী এক দৃপ্ত উচ্চারণ, যেখানে জনগণ তাদের অধিকার আদায়ের লক্ষ্যে রাস্তায় নেমেছিল। এই আন্দোলনের বর্ষপূর্তিতে গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসনের প্রতি নতুন করে অঙ্গীকারের কথা তুলে ধরা হয়।

তাঁরা আরও বলেন, বর্তমান শাসনব্যবস্থায় মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও রাজনৈতিক অধিকার হুমকির মুখে পড়েছে। তরুণ সমাজের বেকারত্ব ও নাগরিক অধিকার সংকোচনের প্রতিবাদে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশে বক্তারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবির পাশাপাশি পি.আর. পদ্ধতির ভিত্তিতে নির্বাচন আয়োজন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং রাজনৈতিক নিপীড়নের অবসান চেয়ে দাবি জানান। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের ওপরও গুরুত্ব আরোপ করা হয়।
বক্তব্যে আরও বলা হয়, একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণকামী রাষ্ট্র গঠনের জন্য জামায়াতে ইসলামীর নীতিমালা হতে পারে কার্যকর একটি বিকল্প।
সমাবেশ শেষে এক শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল গণমিছিল উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ছিল নানা ধরনের ব্যানার, প্ল্যাকার্ড ও দলীয় স্লোগান। পুরো আয়োজন ছিল শান্তিপূর্ণ এবং স্বতঃস্ফূর্ত।