বুলবুল আহমেদ বুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ঐতিহাসিক ৩৬শে জুলাই স্মরণে এবং জুলাই আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নওগাঁর বদলগাছীতে উপজেলা জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
এই উপলক্ষে মঙ্গলবার, ৫ আগস্ট বিকেলে বদলগাছী শহরের উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কের ডিভাইডারের মাঝে বৃক্ষরোপণ করা হয়।
“শহীদের স্মরণে সবুজের অঙ্গীকার”—এই স্লোগানকে ধারণ করে সড়ক বিভাজকে শোভা বৃদ্ধির লক্ষ্যে দৃষ্টিনন্দন কৃষ্ণচূড়া ও বকুল ফুলের ৩৬টি গাছের চারা রোপণ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালের কোটাবিরোধী আন্দোলনে দাবি পূরণ না করে তৎকালীন সরকারের নির্দেশে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়েছিল। তখন আন্দোলনকারীরা ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত জুলাই মাস শেষ হবে না। সেই ধারাবাহিকতায় ৫ আগস্টকে ৩৬শে জুলাই হিসেবে চিহ্নিত করা হয়। ওই দিন তৎকালীন সরকারপ্রধান দেশত্যাগ করলে ছাত্র-জনতার বিজয় ঘটে। শহীদদের স্মরণে ও দিনটিকে ঐতিহাসিক গুরুত্ব দিতে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব শিবলী নোমানী চৌধুরী, রুবেল হোসেন, জিয়া সাইবার ফোর্সের সদর ইউনিয়ন সভাপতি সাঈদ আল সাহাফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুনির হোসেন, রাজু, সবুজসহ জিয়া সাইবার ফোর্সের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী।