মোঃ শাকিল হোসেন শওকত, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টায় বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও নাগরপুরের বিভিন্ন মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য বিএনপির নেতাকর্মী ও ভক্তদের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. এ. সালাম। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ যুবায়ের। তিনি দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।