প্রকৌশলী মোঃ কাওছার আলী,স্টাফ রিপোর্টার:- শুক্রবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা দেবহাটার পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে ফেয়ার মিশনের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের সভাপতি জসীমউদ্দিন মিথুন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, ফেয়ার মিশনের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, খেদমতে খলফের পরিচালক মুফতি মাওলানা ফজলুল হক আমিনী, সাংবাদিক সোহরাব হোসেন সবুজ, ফেয়ার মিশনের সাহিত্য সম্পাদক ও উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ডা. আমিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা চিকিৎসক সংকট দূরীকরণ, আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়নের দাবি উত্থাপন করেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে গিয়ে যেন কোনো রোগী হয়রানির শিকার না হন—সে বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
বক্তারা আরও জানান, যদি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হয় তবে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।
সমাবেশে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ ফেয়ার মিশনের শত শত কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।