নিজস্ব প্রতিবেদক :- নাটোরের সিংড়া উপজেলা বিএনপির নিবেদিতপ্রাণ নেতা মরহুম আবুল কালাম আজাদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া, পবিত্র কুরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপি কার্যালয় ও স্থানীয় একটি মসজিদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মাহফিল শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। বক্তারা বলেন, *“আবুল কালাম আজাদ ছিলেন সৎ, আদর্শবান ও ত্যাগী নেতা। তিনি গণতন্ত্র ও জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। বিএনপির সংকটময় সময়ে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। তাঁর মৃত্যু সিংড়া ও নাটোরের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।”
অনুষ্ঠানে সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আবুল কালাম আজাদ ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালে সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৫ সালের ২৩ আগস্ট, ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে যেন জান্নাতুল ফেরদৌস নসীব করে দেন।