আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত এবং জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় তারুণ্যের উৎসবে সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের নক আউট পদ্ধতির তৃতীয় দিনের খেলায় গত আসরের রানারআপ শক্তিশালী তাড়াশ উপজেলা একাদশ ৫-০ গোলের ব্যবধানে চৌহালী উপজেলা একাদশকে বড় ব্যবধানে পরাজিত করে।
তাড়াশ উপজেলা একাদশে পক্ষে টুটুল ২টি, রাব্বি, শাহজালাল ও অলিউর ১ টি করে গোল করেন।
ম্যান অব দি ম্যান নির্বাচিত হন তাড়াশ উপজেলার ফরোয়ার্ড তারিকুল ইসলাম টুটুল ( ২ গোল)। ম্যান অব দি ম্যাচের ক্রেস প্রদান করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মোঃ নুরে এলাহি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক তিনবারের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সম আফসার আলী,সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম টুটুল,সাবেক ভিপি আলম,১২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন,ক্রীড়া সংগঠক মোঃ ফরিদুজ্জামান ( সাংবাদিক),জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ স্বপন সেখ সহ আরো অনেকে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ হাফিজুল ইসলাম, সহকারী রেফারি ছিলেন ফিরোজ ইসলাম ও আবু হানিফ এবং চতুর্থ রেফারি ছিলেন শাহীন ইসলাম।
ধারা বর্ণনায় ছিলেন আবদুল্লাহ আল মাহমুদ ও মোঃ খোরশেদ রায়হান।
শুক্রবার ছুটির দিনে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামন্টের তৃতীয় দিনের খেলায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ গ্যালারী এবং ভিআইপি গ্যালারী ছিলো ফুটবল দর্শক অনুরাগীদের উপচে পড়া।