আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়াকটার রোডের এলাকার বাসিন্দা কবি, সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান(মান্না রায়হান) (৭০) এ রবিবার ( ৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ দিকে অসুস্থজনিত কারনে মৃত্যু হয়। রবিবার বাদ আসর তার মরদেহ সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে আনা হয়।

এসময়ে সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি)মোঃ আফিফান নজরুলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মরহুম কবি, সাংবাদিক,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান(মান্না রায়হান)কে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে তার কফিন জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদন করে দেওয়া হয় এবং ফুলের স্তবক দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কবি, সাংবাদিক লেখক,সুধীজন ও ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করার আগে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজের ইমামতি করেন, ভিক্টোরিয়া হাই স্কুল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ আল -আমিন।
জানাযা নামাজের আগে মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত আলোচনা করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু , বীর মুক্তিযোদ্ধা মনি, আব্দুল মজিদ, প্রাক্তন অধ্যক্ষ আখতারুজ্জামান, ফজলুল মতিন মুক্তা, আব্দুল মজিদ, আব্দুস সালাম, জগলুল রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান,পৌরসভার সাবেক প্যানেল মেয়র নুরুল হক ও মরহুমের বড় ছেলে অনামিক। এ সময় ছোট ছেলে অমিয় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা নামাজ শেষে রহমতগঞ্জ পৌর কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন করা হয়।
ভিক্টোরিয়া কোয়ার্টার নিবাসী মরহুম মুজিবর রহমানের দ্বিতীয় সন্তান প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য আব্দুল মান্নান ( মান্না রায়হান) রবিবার ভোর সাড়ে পাঁচটার সময় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।
(ইন্না লিল্লাহির ওয়া ইন্না ইলাইহির রাজেউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান, আত্নীয় স্বজন, বন্ধুবান্ধব, সাংবাদিক সহকর্মী সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য কবি, সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ( মান্না রায়হান) এঁর মৃত্যুতে সিরাজগঞ্জ প্রেসক্লাব এঁর সভাপতি মোঃ হারুন-অর-রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম ইন্না সহ গণমাধ্যমকর্মীরা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেছেন।