তাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক:- বগুড়ার শেরপুর সান্যালপাড়া শ্রী শ্রী কালাচাঁদ মন্দির অঙ্গনে শ্রী শ্রী গোবিন্দ কাঙ্গাল ভক্তবৃন্দদের আয়োজনে অনুষ্ঠিত হলো ৬৪ প্রহরব্যাপী (৮ দিন) শ্রী শ্রী রাধা কৃষ্ণের লীলা কীর্তন।
এ কীর্তন শেরপুর পৌরসভা তথা পুরো উপজেলার অন্যতম বৃহৎ সনাতন ধর্মাবলম্বীদের ধর্মসভা। প্রতিবছর ভাদ্র মাসে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের আয়োজনে অনুষ্ঠিত এই মহোৎসবে শেরপুর ছাড়াও আশপাশের জেলা-উপজেলা থেকে হাজারো ধর্মপ্রাণ ভক্তবৃন্দের আগমন ঘটে। আগত ভক্তদের জন্য প্রতিদিন তিন বেলা কাঙালি ভোজের আয়োজন করা হয়। পাশাপাশি কীর্তন উপভোগের জন্য মন্দির প্রাঙ্গণ সাজানো হয় মনোরম পরিবেশে।
আয়োজকরা জানান, এটি শুধু কীর্তন নয়, বরং সনাতন ধর্মাবলম্বীদের এক মহামিলনমেলা। উদ্বোধনী দিন থেকে সমাপ্তি পর্যন্ত শান্তিপূর্ণভাবে যজ্ঞানুষ্ঠান চলে। এই আয়োজন বর্তমান প্রজন্মকে ধর্মীয় অনুশাসনের প্রতি আকৃষ্ট করার পাশাপাশি ইতিহাস ও ঐতিহ্যের ধারক হয়ে উঠেছে।
গত ৭ সেপ্টেম্বর রাত ৩টায় এই মহাযজ্ঞে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, শেরপুর পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র, ধুনট-শেরপুরের জনপ্রিয় নেতা আলহাজ্ব জানে আলম খোকা।
তিনি বলেন—“শেরপুরের মাটিতে যে সম্প্রীতির বন্ধন রয়েছে, তা কোনো দিন বিলীন হতে দেব না। শুধু আমি নই, আমার মতো আরও অনেকে আছেন, যারা এ সম্প্রীতির বন্ধন রক্ষা করতে সদা সচেষ্ট থাকবেন। তবে এই সম্প্রীতি ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মণ্ডলসহ অনেকে।
শিশিরভেজা সকালে ভক্তবৃন্দরা নানা সাজসজ্জায় শোভাযাত্রার মধ্য দিয়ে শহর প্রদক্ষিণ করেন এবং মহাযজ্ঞের পরিসমাপ্তি ঘটে।