আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ- সিরাজগঞ্জ সদর উপজেলার দূর্গম চরাঞ্চল ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন বিএনপির নবগঠিত সুপার ফাইভ কমিটি প্রকাশ করার পর ইউনিয়ন বিএনপি’র পদ বঞ্চিত সাবেক ত্যাগী, নির্যাতিত প্রায় ২’শতাধিক নেতা-কর্মীরা বিভিন্ন অভিযোগ তুলে বক্তব্যে রাখেন।
রবিবার(১৪সেপ্টেম্বর-২০২৫ খ্রিঃ ) দুপুরে সিরাজগঞ্জ শহরের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হলরুমে – উক্ত ইউনিয়নের বিএনপি’র পদ বঞ্চিত সাবেক ত্যাগী নেতা-কর্মীরা- সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু এবং জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম কাছে অভিযোগ করেন,বর্তমান কাওয়াকোলা ইউনিয়ন বিএনপি সুপার ফাইভ পকেট কমিটি বাতিল করে নতুন কমিটির / নির্বাচন করার দাবি করেছেন।
বর্তমান ঘোষিত ওই কমিটিতে আওয়ামীলীগের সাথে ছিলো তাদের মিটিং মিছিল ছিলো, একজন অন্য এলাকার ভোটার অথচ তাকে সাংগঠনিক সম্পাদক করার অভিযোগ তুলেছে -ত্যাগী, বিগত স্বৈরাচার হাসিনা আমলে নির্যাতিত হয়েছেন তারা বলে বক্তব্য রাখেন।