নিজস্ব প্রতিবেদক:- বগুড়ার শেরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য নিহত হয়েছেন।
বুধবার ১৭ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা নাবিল হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রিফাত খন্দকার (২২)। তিনি উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মো. রোস্তম আলী খন্দকার এর ছেলে এবং সর্বশেষ সাভার ক্যান্টনমেন্টে দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোড পার হওয়ার সময় একটি কালো রঙের হাইএস মাইক্রোবাস রিফাতকে চাপা দেয়। এ সময় তিনি সড়কে ছিটকে পড়লে দ্রুতগামী দুটি কোচ তার শরীরের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মঈনুদ্দীন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত সেনা সদস্যের মরদেহ উদ্ধারের পরবর্তী প্রক্রিয়া হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনী সম্পন্ন করছে।
এদিকে বগুড়া ক্যান্টনমেন্টের দায়িত্বপ্রাপ্ত কর্পোরাল রিমন জানান, শেরপুর থানা পুলিশের মাধ্যমে রিফাতের মরদেহ সিএমএইচ-এ রাখা হয়েছে। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে ক্যান্টনমেন্টে জানাজা সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।