আজহারুল ইসলাম সাদী সিনিয়র স্টাফ রিপোর্টার:- বিআরটিএ-এর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দীন আহমেদ বলেছেন, ২০২২ সাল থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় সড়ক দূর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে ৭৪ কোটি চেক বিতরণ করেছে। আমরা সড়কে আর কোন দূর্ঘটনা দেখতে চাইনে। সড়কে শৃঙ্খলা ফেরাতে চাই। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কাজ করে যাচ্ছি। এজন্য সবার সহযোগিতা দরকার।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা জেলায় সড়ক দূর্ঘটনায় নিহত ৫টি পরিবার ও আহত ১টি পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরন অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ৫টি নিহত পরিবারের প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহত একটি পরিবারক ১ লাখ ( সর্ব মোট ২৬ লাখ ) টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খানসহ বিআরটিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।