মোঃ জালাল উদ্দিন নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট রোডস্থ চলন্তিকা মাঠে মরহুম আব্দুল আহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে ও কালীঘাট রোড স্পোর্টস একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত ফুটবল টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের প্রথম খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর২০২৫) অনুষ্ঠিত এ খেলায় দক্ষিণ মুসলিমবাগ ফুটবল একাদশ ২-১ গোলে পরাজিত করে সিরাজনগর ফুটবল একাডেমিকে। জয় পেয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে।
টানটান উত্তেজনায় ভরা এ ম্যাচ দেখতে ভিড় করেন হাজারো ফুটবলপ্রেমী দর্শক। খেলা শেষে “ম্যান অব দ্য ম্যাচ” নির্বাচিত হন ঘোড়া শামীম খ্যাত শামীম। শ্রীমঙ্গলের বিসমিল্লাহ গোস্তের দোকানের স্বত্বাধিকারী মতিউর রহমান মতিনের সৌজন্যে প্রতিটি ম্যাচে সেরাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে, যা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে এবং ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে।