আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা ক্লাস্টারের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস. এম. আব্দুল মোমিনকে বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। বাহুকা ক্লাস্টারের আয়োজনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বলিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বলিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. রেজাউল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।
এ অনুষ্ঠানে ঝিনাইগাঁতী শাহানগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ সালমা ইয়াসমীনসহ অন্যান্যরা দায়িত্ব পালন করেন। এছাড়াও সিরাজগঞ্জ সদরের বাহুকা ক্লাস্টারের সকল প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের একাংশ উপস্থিত ছিলেন।
