আব্দুল্লাহ ফারুক জেলা প্রতিনিধি বাগেরহাট:- বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে ৫ দফা দাবির সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে উপজেলা শাখার আয়োজনে মোল্লাহাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে এ কর্মসূচি পালিত হয়।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় খেলাফত মজলিসের ৫ দফা দাবি বাস্তবায়ন জরুরি। তারা বর্তমান সরকারের নানা অনিয়ম-দুর্নীতির সমালোচনা করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবি জানান।
বক্তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, জুলুম-নিপীড়নের অবসান এবং ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাবে খেলাফত মজলিস।
এ সময় মোল্লাহাট উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।