বুলবুল আহম্মেদ বুলু বদলগাঁছি প্রতিনিধি নওগাঁ:- নওগাঁর বদলগাছীতে পাঁচ দফা দাবি নিয়ে জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ভয়-পাবো না দাপটে ‘জবাব দেব ব্যালটে এমন স্লোগান কে সামনে রেখে কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবি নিয়ে ২৬শে সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৫ টায় বদলগাছী উপজেলা শহরে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বদলগাছী হাটখোলা বাজার জামে মসজিদ হতে মিছিল শুরু হয়ে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে চৌরাস্তা এলাকায় একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় মাওলানা ইয়াসিন আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বদলগাছী-মহাদেবপুর উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির অন্যতম শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর এর সহঃ সেক্রেটারী, ৪৮-নওগাঁ(৩) বদলগাছী-মহাদেবপুর আসনের-জামায়াত মনোনিত এমপি পদপ্রার্থী -মাওঃ মাহফুজুর রহমান মাহফুজ।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বদলগাছী -শ্রমিক কল্যান ফেডারেশনের ন্যায়াবে আমীর,মোঃ আঃ সামাদ, মাওঃ মোঃ ইলিয়াস হোসেন,
নওগাঁ কৃষিজীবি ও শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ।
নওগাঁ জেলা মাল-সেক্রেটারী ও বদলগাছী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মোঃ রফিকুল।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার আমীর- মাওঃ মোঃ ইয়াসিন আলী প্রমুখ ।
বিক্ষোভ সমাবেশ থেকে দাবি গুলো তুলে ধরে বক্তারা এসময় বক্তব্য রাখেন,-১. জুলাই সনদ বাস্তবায়ন ২. পিআর পদ্ধতিতে নির্বাচন ৩. লেবেল প্লেয়িং ফিল্ড ৪. দৃশ্যমান বিচার ও ৫. আওয়ামী লীগ সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবীতে এই বিক্ষোভ সমাবেশ ।
পরিশেষে, দোয়ার মাধ্যমে এই সমাবেশের সমাপ্তি হয়।